উত্তরদিনাজপুর

পবনের তৈরি পেট্রোল সাইকেল বিভিন্ন স্কুলে প্রদর্শনীর করার ঘোষণা করলেন জেলা শাসক আয়েষা রানী

সংবাদ মাধ্যমে বিস্ময়কর বালকের পেট্রোল চালিত সাইকেল তৈরীর খবর সম্প্রসারণ হবার পরেই উত্তর দিনাজপুর জেলার জেলা শাসক আয়েষা রানী, জেলা সদরে ডেকে পাঠালেন পবন শর্মাকে। জেলা শাসক তার তৈরী বাইক দেখে রীতিমত অভিভুত হন এবং বিভিন্ন স্কুলে এই বাইকের প্রদর্শনী করে ছাত্রছাত্রীদের উদ্বুদ্ধ করার ব্যবস্থা করবেন বলে জানান। পাশাপাশি তিনি এটাও জানান যে, উপর মহলকে পবনের বাইক যেন জাতীয় বা আন্তর্জাতিক স্তরে মডেল হিসাবে তুলে ধরা যায় তার ব্যবস্থা করবেন। এদিন জেলা শাসকের সাথে হাজির ছিলেন রায়গঞ্জের মহকুমা শাসক টি এন শেরপা। এদিন পবনের পেট্রোল চালিত সাইকেল দেখে প্রচুর মানুষ ভীর জমান জেলা শাসক কার্যালয়ের সামনে। 

উল্লেখ্যে ছোটবেলা থেকে বিভিন্ন রকমের মেশিন তৈরি করাই ছিল তার নেশা। তার এই কীর্তি গোপন ছিল না বন্ধুদের কাছেও। সেইমত একদিন আড্ডার ছলেই বন্ধুরা আবদার করে বলেছিল, সব সাইকেলই তো চালাতে হয় প্যাডেল করে। এমন কোন সাইকেল কি হয় না যা বাইকের মতো চলবে। প্যাডেল করতে হবে না ? সেই থেকেই শুরু রায়গঞ্জের বিধাননগর এলাকার ষষ্ঠ শ্রেনীর ছাত্র পবন শর্মা। বাড়ির একটি ঘরে শুরু হয়েছিল বন্ধুদের স্বপ্নকে বাস্তবায়িত করার প্রচেষ্টা। এরপর মোটরবাইকের ইঞ্জিন, পেট্রোল ট্যাঙ্ক, ব্রেক, ডায়নামা এসব দিয়েই মাত্র ১৬ দিনের মধ্যেই সেই স্বপ্নকে সত্যি করে দেখিয়েছে শহরের ‘বিস্ময়বালক’ পবন শর্মা। শুধু তার নিজের পাড়া নয়, গোটা  রায়গঞ্জ শহরেও রীতিমত সাড়া ফেলে দিয়েছে এই বিস্ময়বালক। এবার এই প্রতিভাকে দেশের সামনে তুলে ধরতে উদ্যোগী হলেন খোদ জেলা শাসক আয়েশা রানী।

পবনের স্বপ্নকে বাস্তবায়িত করতে পবনের কাকা গিরিধারী শর্মা তার হাতে তুলে দিয়েছিলেন নগদ ১৮ হাজার টাকা। এদিন তিনি ভাইপোর এই কীর্তিতে রীতিমত গর্বিত। পবনের তৈরি এই বাইক সাইকেল একদিকে যেমন পরিবেশ বান্ধব তেমনি অন্যদিকে জ্বালানী বাঁচায়। কারণ পবনের তৈরি এই সাইকেল এক লিটার পেট্রোলে পাড়ি জমাবে ৮০ কিমি পথ। পেট্রোল ও  ডিজেলের দাম যখন আকাশ ছুঁয়েছে ঠিক সেই সময় এক টাকার পেট্রোলে এক কিলোমিটার পথ যাওয়ার পন্থা আবিষ্কার করা ষষ্ঠ শ্রেণির এক ছাত্র পবনকে নিয়ে রীতিমত গর্ব করছে গোটা শহরবাসী। তাই তিনি ভাইপোর হয়ে জেলা শাসকের কাছে পবনকে কোন ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি করার আবেদন জানান।

এই বিষয়ে জেলা শাসক আয়েশা রানী জানান, বিভিন্ন স্কুলে পবনের তৈরি এই বাইকের প্রদর্শনী করে ছাত্রছাত্রীদের উদ্বুদ্ধ করার ব্যবস্থা করবেন। পাশাপাশি তিনি এটাও জানান, পবনের বাইক যেন জাতীয় বা আন্তর্জাতিক স্তরে মডেল হিসাবে তুলে ধরা যায় তার জন্য তিনি উপর মহলকে জানাবেন।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে

https://www.youtube.com/embed/ZVpFkosr5Eg